অর্থাভাবে ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আগামী মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। ফিলিস্তিনি অঞ্চলে কাজ করা ডব্লিউএফপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার (৭ মে) এ কথা বলেছেন। লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি সামার আব্দেলজাবের মোবাইল ফোনে বলেন, ‘তহবিলের তীব্র ঘাটতির জন্য আমরা এই কষ্টদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আমাদের সহায়তা সীমাবদ্ধ করা হচ্ছে। এর ফলে ডব্লিউএফপি দুই লাখের বেশি ফিলিস্তিনিকে সহায়তা করতে পারবে না, যা মোট সহায়তা পাওয়া লোকের ৬০ শতাংশ।’