বগুড়া -৪ আসনে সদ্য সমাপ্ত উপ-নির্বাচনের সংসদ সদস্য পদের প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন হিরো আলম । পহেলা ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটে ৮০৪ ভোটে পরাজিত হোন আশরাফুল আলম ওরফে হিরো আলম ।
রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে জেলা প্রশাসক বরাবর ভোট পুণ: গণনা চেয়ে আবেদন করেনে হিরো আলম । হিরো আলম তার আবেদনে উল্লেখ করেন বগুড়া -৪ ( কাহালু-নন্দীগ্রাম ) বিভিন্ন কেন্দ্রের ঘোষিত ফলাফল তার কাছে সন্দেহজনক মনে হয়েছে । কেন্দ্রসমূহের নম্বর উল্লেখ করে হিরো আলম সেগুলোর EVM এর Voter Verifiable tracing paper ( VVT ) / Print out copy পুণরায় গণনা করে ফলাফল প্রকাশের দাবী জানিয়েছেন ।
বগুড়া জেলা প্রশাসকের গোপনীয় শাখায় হিরো আলম স্বাক্ষরিত আবেদনপত্র আবেদন পত্রটি গৃহীত হয়েছে ।