মাহবুবুল আলম বলেন, রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোথাও যেন কৃত্রিম সংকট তৈরি না হয় সে জন্য বিভিন্ন বাণিজ্য সংগঠন ও বাজার কমিটির নেতাদের দায়িত্ব নিতে হবে। তাদের নিয়মিত বাজার তদারকি করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ব্যবসা করি লাভ করার জন্য, তবে সেই লাভ হতে হবে ন্যায্য।’ রমজান মাসে ‘বিক্রি বেশি, মুনাফা কম’—এই নীতিতে ব্যবসা করলে ব্যবসায়ী, সমাজ ও দেশ লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি।ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি আরও বলেন, কর দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন। তারপরও দিন শেষে একটি কথা থেকে যায়। সেটা হলো, ব্যবসায়ীরা অতি মুনাফা করছেন। এসব যেন আর না হয়—সে জন্য আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে। সংকট আছে। যেমন বাজারে ডলার-সংকট আছে, ব্যাংকে গেলে সময়মতো ঋণপত্র খোলা যায় না। এটা ঠিক যে আমরা চ্যালেঞ্জের মধ্যে ব্যবসা করি। তবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, বাজার ঠিক রাখতে হবে। পাইকারি বাজারের ৮০০ টাকার দামের পাঞ্জাবি খুচরা বাজারে গিয়ে যেন ৫ হাজার টাকা হয়ে না যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।