ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

ধর্ষণ মামলায় সাবেক এমপি কারাগারে

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৭:৩৩ পূর্বাহ্ণ । ১৮১ জন
পাবনা-২ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় করা মামলায় গত ১৭ জানুয়ারি আজিজুল হক আরজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫। সেই সঙ্গে ২৩ ফেব্রুয়ারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ২২ এপ্রিল আদালতে মামলাটি করেন শিক্ষানবিশ এক আইনজীবী। বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করতে পিবিআইকে আদেশ দেন আদালত।

তদন্তের পর ঢাকা মহানগর উত্তর পিবিআই’র পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম গত ৫ জানুয়ারি অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।