ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  • অন্যান্য

ঢাকায় পপাইয়ের একক কনসার্ট

অনলাইন ডেস্ক:
মে ১৯, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ । ৪৪ জন

‘নেশার বোঝা’, ‘অপার্থিব’, ‘ভাবালে’, ‘ভালোবাসা বাকি’র মতো আলোচিত গানের শিল্পী রাফফান ইমাম প্রথমবারের মতো ঢাকার কোনো একক কনসার্টে গাইবেন; শ্রোতামহলে তিনি ‘পপাই’ নামে পরিচিত। ২৪ মে ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘পপাই-আ নাইট টু রিমেম্বার’ শীর্ষক একক কনসার্টে গাইবে পপাই বাংলাদেশ।  ইভেন্টহোলিকের আয়োজনে এই কনসার্টে টানা দুই ঘণ্টা গান শোনাবেন পপাই।

পপাই বলেন, ‌‘সম্ভবত এটা বছরের শেষ শো। এরপর এই বছরে বাংলাদেশে আসা হয় কি না, নিশ্চিত নয়। এই একক শো আমাদের কাছে বিশেষ। কনসার্টে অনেক গানের অনুরোধই আমার কাছে আসে, কিন্তু সময়স্বল্পতার কারণে সব গান তো করা সম্ভব নয়। একক কনসার্ট এদিক দিয়ে আলাদা। আমরা সব গানই করার সময় পাব।’
ইভেন্টহোলিকের ওয়েবসাইটে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। পপাই মঞ্চে ওঠার আগে দুই অতিথি ব্যান্ড ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন’ ও ‘ফ্রিকোয়েন্সি ২.০’-এর পরিবেশনা থাকবে।

২০১০ সালে ‘পপাই বাংলাদেশ’–এর প্রথম অ্যালবাম ‘আমার স্বর্গ’ প্রকাশিত হয়। ২০১৫ সালে দ্বিতীয় অ্যালবাম ‘যা ইচ্ছে তা’ এসেছে। ‘নেশার বোঝা’, ‘তিক্ত সত্য’, ‘বিষণ্ন সুন্দর’, ‘মরণ ইচ্ছা’, ‘রাতের কথা’-র মতো গানে পাওয়া গেছে পপাইকে।
‘পপাই বাংলাদেশ’-এর বর্তমান লাইনআপ—পপাই (ভোকাল), রবি (ড্রামস), শাফাত (গিটার), তালাত (গিটার), তানসিফ (বেজ গিটার), প্রমিত (কি–বোর্ড), রাফি (ম্যানেজার)।
এর আগে ২০২৩ সালের মার্চে ‘রক অ্যান্ড রিদম ২.০: পপাই লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গেয়েছিলেন পপাই। সেই কনসার্টে অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথসহ আরও কয়েকটি ব্যান্ডের পরিবেশনা ছিল।