ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  • অন্যান্য

ট্রাকে জ্বালানি ভরার সময় বিস্ফোরণে নিহত ১

অনলাইন ডেস্ক
মার্চ ২১, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ । ১৪৫ জন
ছবি : সংগৃহীত

রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে ট্রাকে জ্বালানি ভরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে।নিহত সাদ্দাম ওই ট্রাকের চালকের সহযোগী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম।

মো. মুবায়দুল ইসলাম বলেন, আজ ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি জ্বালানি নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন ওই ট্রাকের চালকের সহযোগী সাদ্দাম হোসেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।