ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  • অন্যান্য

জাপানের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ । ৯৬ জন
ছবি: সংগৃহীত

ইউক্রেন সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট তার তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, ‘মি. কিশিদার সঙ্গে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল। ’

তিনি বলেন, ‘রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকে আরো সক্রিয়ভাবে সংগঠিত করতে আমাদের সাথে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথাও শুনেছি। ’

এর আগে, দিল্লি থেকে আকস্মিক সফরে কিয়েভে আসেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা।

বিমানে করে পোল্যান্ড নামার পর সেখান থেকে ট্রেনে করে সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেন পৌঁছান জাপানিজ প্রধানমন্ত্রী। এরপর মঙ্গলবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষেই এ কথা বলেন জেলেনস্কি।

 

কিয়েভ সফর শেষে আজ আবার পোল্যান্ড ফিরতে পারেন কিশিদা। আগামী বৃহস্পতিবার তার জাপানে ফেরার কথা রয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।