ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  • অন্যান্য

গ্রীষ্মকালীন মেকআপ

অনলাইন ডেস্ক
মে ২, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ । ১৭৫ জন
ছবি: সংগৃহীত

ঘরে-বাইরে প্রচন্ড গরম। অল্পতেই ঘামে ভিজে যায় ত্বক ও পোশাক। তবে বিয়ে, পার্টি অথবা কোনো অনুষ্ঠানে অল্প-স্বল্প মেকআপ তো করতেই হয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই তাপদাহে সুন্দর করে সাজা যায়-

১. ত্বক প্রথমে পরিষ্কার করে টোনার লাগান, তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নিন ভালো করে। ঠোঁটে লাগান লিপ বাম।

২. মুখে প্রাইমার লাগান

৩. হাইড্রেটিং ফাউন্ডেশন নিয়ে মুখে আর গলায় মেখে নিন। ব্লেন্ড করবেন ভালো করে।

৪. কনসিলার দিয়ে ঢেকে দিন সবরকম দাগছোপ।

৫. আইব্রো পাউডার দিয়ে ভ্রুর ফাঁক ভরাট করুন, স্পুলি ব্রাশ দিয়ে আঁচড়ে শেপ করে নিন।

৬. মুখের উঁচু পয়েন্টগুলোয়, যেমন চিকবোন, কপালের দুপাশে, ভ্রুর হাড়ে আর নাকের উপরে লিকুইড হাইলাইটার লাগিয়ে নিন।

৭. চোখের উপরের পাতায় হালকা ব্রাউন শেডের আইশ্যাডো পরুন।

৮. জেল আইলাইনার দিয়ে চোখের উপরের আর নিচের ল্যাশলাইন বরাবর মোটা করে রেখা টানুন যাতে চোখ উজ্জ্বল আর ডিফাইনড লাগে।

৯. চোখের উপরের আর নিচের পল্লবে মাস্কারা লাগান, যাতে পাতা লম্বা দেখায়।

১০. গালে হালকা গোলাপি ব্লাশ লাগান

১১. ঠোঁটেও হালকা গোলাপি বা কোরাল শেডের ময়শ্চারাইজড ম্যাট লিপস্টিক পরে নিন।

১২. মেকআপ সেটিং স্প্রে দিয়ে সেট করে দিন আপনার মেকআপ!