ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  • অন্যান্য

গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
মার্চ ২, ২০২৩ ৯:৩২ পূর্বাহ্ণ । ১১৩ জন
গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ

রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, আজ দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরী এলাকায় শিক্ষার্থীদের নামিয়ে কলেজে ফেরার পথে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেছে অভিযোগ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গ্রিন রোডে বিক্ষোভ শুরু করে ঢাকা কলেজের কয়েকশ’ শিক্ষার্থী। এসময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন আশপাশের থানার পুলিশ সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।