ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:০৭ পূর্বাহ্ণ । ২৯৬ জন
লশানে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং সহযোগিতার আশ্বাস দেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা বসবে দুপুরে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহত তিনজন রোগী রোববার রাতে আমাদের এখানে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের স্ত্রীও রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ১১তলা থেকে লাফ দিয়েছিলেন। আমরা গতকাল রাত থেকে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।