ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩
  • অন্যান্য

এলএনজি সরবরাহ শুরু তবে এখনই কমছে না লোডশেডিং

অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ । ১০২ জন
ছবি : সংগৃহীত

টানা তিন দিন বন্ধ থাকার পর আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আংশিকভাবে শুরু হয়েছে। এতে সার্বিক গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। চট্টগ্রামেও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে গতকাল সোমবারও অনেক সিএনজি ফিলিং স্টেশন যানবাহনে গ্যাস দিতে পারেনি।

গ্যাসের অভাবে ভুগছে শিল্পকারখানা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়েনি। এ কারণে লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি নেই।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) তথ্য বলছে, দিনে গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট। সর্বোচ্চ সরবরাহ করা হয় গড়ে ২৮০ থেকে ২৮৫ কোটি ঘনফুট। আর গতকাল সকালে সরবরাহ করা হয় ২১৭ কোটি ঘনফুট। দুপুরের আগে সামিটের ভাসমান টার্মিনাল থেকে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়।