ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  • অন্যান্য

এবার নতুন রুপে পূজা চেরি

অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ । ১২০ জন
ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করা পূজা চেরি এখন পুরোদস্তুর নায়িকা।

শুরু থেকে বেশির ভাগ সিনেমায় তাঁকে দেখা গেছে গ্ল্যামারাস চরিত্রে। এবার নিজেকে ভেঙে ভয়ংকর রূপে হাজির হচ্ছেন পূজা। নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক গল্পের ‘জ্বীন’ সিনেমায় এমন লুকে দেখা মিলবে পূজার। আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে ‘জ্বীন’।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। পৃথিবীর অধিকাংশ মানুষ যেখানে বিভিন্ন অশরীরী আত্মা, জিন,
পরি, ভূতে বিশ্বাস করে, সেখানে বিজ্ঞান এসবকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কিন্তু এমন অনেক ঘটনা ঘটে, যেখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা খাটে না।

আর তখনই প্রয়োজন হয় ধর্মের ব্যাখ্যা। এমন বিষয় উঠে আসবে ‘জ্বীন’ সিনেমায়। এতে পূজার চরিত্রের নাম মোনালিসা। গল্পে দেখা যাবে, তাঁর ওপর এক জিন ভর করে। এরপর তাঁকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।

অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ঢালিউডে ভিন্নধারার সিনেমা খুব একটা নির্মিত হয় না। তাই নায়িকারাও নিজেদের নতুনভাবে উপস্থাপন করার সুযোগ তেমন পান না। এ কারণে পূজার উচ্ছ্বাস একটু বেশি। পূজা চেরি বলেন, ‘সব অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার। সেটা হতে পারে রোমান্টিক, অ্যাকশন কিংবা ভৌতিক কোনো গল্পে। সবার মতো আমারও ইচ্ছা ছিল ভিন্নধারার কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করার। জ্বীন সিনেমার মোনালিসা চরিত্রটি দিয়ে আমার সেই ইচ্ছা পূরণ হলো।’

পূজা চেরি আরও বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা। নায়িকা হিসেবে শুরুটা হয়েছিল রোমান্টিক গল্প দিয়ে। শুরুর দিকের সেই রোমান্টিক চরিত্রগুলো সবাই পছন্দ করেছিল। আমি খুঁজছিলাম ভিন্নধারার কোনো চরিত্র। তখনই জ্বীন সিনেমাটির প্রস্তাব আসে। চিত্রনাট্য পড়ে ভীষণ খুশি হই। কারণ, ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালো লাগা আছে আমার। সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানোর। আশা করছি, দর্শকেরা এই চেষ্টার মূল্যায়ন করবেন।’

এই সিনেমায় পূজার স্বামীর চরিত্রে রয়েছেন আব্দুন নূর সজল। তাঁকে দেখা যাবে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে। ‘জ্বীন’ সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন সজল। আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা প্রমুখ।