ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৪৭ পূর্বাহ্ণ । ১১১ জন
ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে রোববার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।

দামেস্কের কাফর সাউসা এলাকায় ইসরাইলের ওই হামলায় কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দামেস্কের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ইসরাইল এ রকেট হামলা চালিয়েছে।

ইরানের একটি প্রতিষ্ঠানের সামনে ওই হামলা চালায় ইসরাইল। রাজধানীর প্রাণকেন্দ্র ইমায়াদ স্কোয়ারের সামনের একটি ভবনে ক্ষেপণাস্ত্রটি গিয়ে আঘাত হানে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল।