ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশীসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশী আটক

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ । ৮৩ জন
ছবি : সংগৃহীত

ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশীসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। স্থানীয় সময় সোমবার রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর আফ্রিকানিউজ ডট।

উদ্ধার হওয়া অভিবাসীরা সাংবাদিকদের জানান, তারা ইউরোপে যাওয়ার জন্য এমন ঝুঁকি নিয়েছে। উদ্ধারকৃতদের অনেকেই বাংলাদেশ ও সিরিয়া থেকে এসেছেন। তবে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার অভিবাসী। তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ছোট নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দিকে যাচ্ছিল। খবর পেয়ে স্পিডবোটের সাহায্যে তাদের যাত্রা আটকে দেয়। ঢেউয়ের মধ্যে নৌকাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড জানায়, এখন প্রতি রাতে সাগর শান্ত থাকছে কিছুটা। এই সুযোগে ছোট নৌকায় এ পথে ইউরোপে প্রবেশের বিপজ্জনক চেষ্টা চালানা হচ্ছে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজে করে উপকূলে আনা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপের যাওয়ার সময় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।