ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

  বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: রুমানা ফেরদৌস

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৮, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ । ১০৬ জন

আসিফ ইশতিয়া লিওন :
আবাহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাৎ-উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে দুর্গাপুজা করে আসছে।  এই পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন রুমানা ফেরদৌস সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখা।
তিনি বলেন, সনাতন ধর্মাবল্মীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পুজা হয়ে  থাকে। দুর্গাপুজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন ,অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা।
সনাতন ধর্মালম্বীদের শক্তির দেবী মাতা দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ–শোক, জরা–ব্যাধি মহামারী দূর হয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে ,পৃথিবী হবে দুর্গতিমুক্ত।