ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয় লাভ করল পাকিস্তান

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ । ৭৯ জন
ছবি : সংগৃহীত

দলের প্রধান কয়েকজন খেলোয়াড় ছাড়াই পাকিস্তানে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি দিয়ে শুরু করা সিরিজের প্রথম ম্যাচে তুলনামূলক খর্বশক্তির সফরকারী দল কোনো পাত্তাই পায়নি। হারিস রউফ ও শাহিন আফ্রিদিদের বোলিং তোপে তারা মাত্র ৯৪ রানেই গুঁড়িয়ে গেছে।

এর আগে ব্যাটে ঝড় তুলেছিলেন পাকিস্তানের ফখর জামান ও সাইম আইয়ুবরা। লড়াই জমাতে ব্যর্থ কিউইরা ৮৮ রানের বড় ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করেছে।

লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ও শততম ম্যাচ খেলতে নামা বাবর আজমকে ফিরিয়ে বিপর্যয়ের আভাস দেন অ্যাডাম মিলনে। তবে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন ফখর ও সাইম। দুজনের ব্যাট থেকেই আসে ৪৭ রান।

এরপর হেনরির তোপে রানের গতি কিছুটা কমে যায় স্বাগতিকদের। ১৩ তম ওভারের শেষ দুই বলে শাদাব খান ও ইফতিখার আহমেদ তুলে নেওয়ার পর ১৯ তম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদিকে শিকার করে হ্যাটট্রিকের স্বাদ পান হেনরি। ২০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতেই ১৮২ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ভেতরই হারিয়ে ফেলে তিন উইকেট। এরপর ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান ও জিমি নিশামই কেবল দুই অঙ্কের দেখা পান। সর্বোচ্চ ৩৪ রান আসে চাপম্যানের ব্যাট থেকে। লোয়ার অর্ডার তেমন কোনো প্রতিরোধ গড়তে না পারায় ৯৪ রানেই গুটিয়ে যায় কিউইরা। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন হারিস রউফ। দুটি উইকেট পান ইমাদ ওয়াসিম।

এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় আবারও মুখোমুখি হবে দুই দল।