নিয়মিত তেলের ব্যবহারে মাথায় চুল বৃদ্ধি পায়। চুলের ঘনত্ব বাড়ে।
বাজারে নানা উপাদান থেকে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের তেল পাওয়া যায়। তবে গরমের এই সময়ে চুলে কদুর তেলে উপকার পাবেন। গোসলের আগে মাথায় কদুর তেল লাগিয়ে আধাঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল কখনো রুক্ষ হবে না। চুলের জৌলস বাড়বে। চকচকে ভাব আসবে। এক দিন চুলে কদুর তেল লাগাতে পারেন। না পারলে সপ্তাহে অন্তত এক দিন এটি চুলে দিয়ে দেখতে পারেন। কদুর তেল মাথা ঠাণ্ডা রাখতে সহায়তা করে। মাথা ব্যথা উপশম করে। ঘুম কম হলে নিয়মিত ব্যবহারে অনিদ্রা দূর হবে। ক্লান্তিবোধ থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করে। চুল বড় ও উজ্জ্বল করে।