রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর এখনো কোনো প্রার্থী পায়নি নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ২৩ মে। তাই কমিশন আশা করছে আরও কয়েক দিন পর থেকে হয়তো প্রার্থীরা তাদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দেবেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে গত বুধবার বিকালে তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। এতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা যাবে।
রাজশাহী সিটি করপোরেশনের একটি মেয়র, ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৩০টি সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিতে পারবেন।
রাসিক নির্বাচন উপলক্ষে জারিকৃত গণবিজ্ঞতিতে আরও বলা হয়েছে, রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর যাচাই-বাছাই করা হবে ২৫ মে। আর ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তবে যাচাই-বাছাইয়ের পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি মনে করেন তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে বাছাইয়ে সুবিচার পাননি, তাহলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আর রাসিক নির্বাচনের জন্য বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। এ ছাড়া আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কয়েক দিন আগে তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্ত জারি করা হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক দিন পর থেকেই প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং জমা দেবেন। এখন ভোটকেন্দ্র নির্ধারণসহ আনুষঙ্গিক প্রস্তুতির কাজ চলছে।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মাঠে আছেন। তিনি প্রতিদিনই বিভিন্ন কমিউনিটির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। তার পাশাপাশি আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো লিটনের উন্নয়নের চিত্র নিয়ে লিফলেট বিতরণ করছে বিভিন্ন এলাকায়। দলের নেতাকর্মীরা আবারও নৌকাকে বিজয় করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
তবে এই পদে অন্য কোনো প্রার্থীর তৎপরতা এখনো দৃশ্যমান নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে মাওলানা হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীর নাম ঘোষণা করেছে। তবে তিনিও এখন পর্যন্ত ভোটের মাঠে নামেননি। মাওলানা ফারুকী জানিয়েছেন, মনোনয়নপত্র উত্তোলনের পর তিনি প্রচার-প্রচারণায় মাঠে নামবেন।
এদিকে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। এ কারণে আগের সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন এখনো উত্তাপ ছড়াতে পারছে না। বিএনপি নেতারা বলছেন, দলের কেন্দ্রীয় হাই কমান্ড নির্বাচনে বর্জনের ঘোষণা দিয়েছে। কাজেই মেয়র কিংবা কাউন্সিলর কোনো পদেই তাদের পদধারী কোনো নেতা অংশগ্রহণ করবেন না। তবে শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপির ভূমিকা কী হবে তা দেখার অপেক্ষায় ভোটাররা।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্যমতে, রাসিক নির্বাচনে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবারই প্রথম ভোটার হয়েছেন ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী। গত রাসিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার। এবার সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের ১১৭৩টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে।