এবার ঈদে ডাবল চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। ঈদের অন্যতম দুটি ছবিতে তিনি অভিনয় করেছেন। এরমধ্যে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খানের বিপরীতে তার ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি। তপু খান পরিচালিত ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন শাকিব-বুবলী জুটি। সর্বশেষ তাদের দেখা গিয়েছিল ‘বীর’ সিনেমায়, যেটা মুক্তি পায় ২০২০ সালে। এদিকে অতীতে শাকিব-বুবলী জুটির সিনেমাগুলো ছিল দর্শকপ্রিয়তা ও ব্যবসা সফলতায় এগিয়ে। এবারের ছবিটি নিয়েও তেমনটাই আশা করা হচ্ছে। এরইমধ্যে ছবির গান ‘কথা আছে’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। সেখানে শাকিবের পারফরমেন্সও নজর কেড়েছে দর্শকদের।
শাকিবের বাইরে বুবলী এবার ঈদে হাজির হচ্ছেন ‘লোকাল’ শীর্ষক সিনেমা নিয়ে। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমার ট্রেলার এরইমধ্যে প্রশংসিত হয়েছে। এখানে একেবারে সাধারণ লুকে দেখা যাবে বুবলীকে। আর ছবিতে তার নায়ক আদর আজাদ। এর আগে ‘তালাশ’ সিনেমায় আদর-বুবলীর ক্যামিস্ট্রি দর্শক প্রশংসিত ছিল। এবার এ জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’ আভাস দিচ্ছে নতুন কিছুর। এ ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দেয়া হয়েছে মাত্র কয়েকদিন হলো। ছবিটির ট্রেলারের প্রশংসাও করছেন সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। ঈদের দুই সিনেমা নিয়ে বুবলী বলেন, সুপারস্টার শাকিবের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ করেছি। এরইমধ্যে এ ছবিটি নিয়ে অন্যরকম প্রত্যাশা লক্ষ্য করছি দর্শকদের মাঝে। শাকিব ও আমার জুটি এবারো সবাই পছন্দ করবে বলেই বিশ্বাস। অন্যদিকে ‘লোকাল’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে মাত্র দুদিন হলো। অল্প সময়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আশা করছি দুটি ছবিই ঈদে দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।