fgh
ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ফাঁদে পড়া বাঘটির সুস্থ হতে দুই-তিন সপ্তাহ লাগতে পারে

নিউজ ডেক্স
জানুয়ারি ৮, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ । ১৮ জন

বুধবার সকালে বাঘটি ভয়ংকর চেহারায় গর্জন করেছে। মানুষ দেখলেই এটি অস্বাভাবিক আচরণ করছে। ফাঁদে আটকা পড়ায় বাঘটির বাম পায়ের শিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় রক্ত চলাচল বন্ধ ছিল। এছাড়া বাঘটি তার স্বাভাবিক শক্তি হারিয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুন্দরবন বন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, “গত ৪ জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে উদ্ধারকৃত আহত বাঘটি বন বিভাগের খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। ধীরে ধীরে এর অবস্থার উন্নতি হচ্ছে। বাঘটি প্রাথমিক অবস্থায় অত্যন্ত দুর্বল থাকলেও চিকিৎসা প্রাপ্তির পর পানি পান ও খাদ্য গ্রহণ শুরু করেছে। ধীরে ধীরে এর ভেতরে বন্য ক্ষিপ্রতা ফিরে আসছে। ফাঁদে আটকে থাকার কারণে বাঘটির সামনের বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চলনভঙ্গি দেখে বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারণা করছেন যে, কোনো হাড় ভাঙেনি, যা অত্যন্ত আশাব্যঞ্জক।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. হাদী নূর আলী খান জানান, “গত দুই দিন বাঘটি পানি পান করেছে এবং সামান্য মাংসও খেয়েছে। মাংসের সঙ্গে ওষুধ মিশিয়ে অল্প অল্প দেওয়া হচ্ছে। কাছাকাছি গেলে বাঘটি আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং বিকট শব্দে গর্জন করছে। পুরোপুরি সুস্থ হতে বাঘটির দুই সপ্তাহ থেকে দুই মাস সময়ও লাগতে পারে।”