গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী থেকে যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় বাশিয়া পুডিরঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয় এবং আরিফ (৮) ও জোবায়ের (৮) নামে দুই শিশু নিখোঁজ হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, উদ্ধারের পর মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।