আজ বিকেলের মধ্যেই ফেসবুক-ইউটিউব-টিকটক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে এক বৈঠক শেষে বুধবার এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক-ইউটিউব-টিকটক চালানো যাবে। এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি কাজ শুরু করেছে।
আজ সকালে মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশনজনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।