fgh
ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:২৪ পূর্বাহ্ণ । ২১৪ জন

চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-‌বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোছলেম উদ্দি‌ন আহম‌দের ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে ব‌লেন, রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন। তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছি‌লেন।

সংসদ সদস্য মোছলেম উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

২০১৩ সাল থেকে মোছলেম উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মোছলেম উদ্দিন ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।