আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন আপিল বিভাগের সীমানা সংক্রান্ত আদেশের কারণে স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ দুটি আসনের ভোট অনুষ্ঠিত হবে না। আজ শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।
ইসির উপসচিব জানান, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৮. পাবনা-১ ও ৬৯. পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি দেয়া আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এ দুটি আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক তা সঠিক নয় বলে জানিয়েছিলেন। তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত এরই মধ্যে নেয়া হয়েছে এবং এ বিষয়ে প্রচারিত ভুল সংবাদ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।
জানা যায়, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে। তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন শুনানি শেষ করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ওই দিনই চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা নির্ধারিত হবে।
রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়া





