দেশজুড়ে ইলিশ মাছের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। চাঁদপুরের জেলা প্রশাসকের একটি প্রস্তাবনায় প্রধান উপদেষ্টা সম্মতি দেওয়ায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গেছে ।

মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ইলিশের মূল্য নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করলে তিনি তাতে অনুমোদন দেন। এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, চাঁদপুরের ইলিশের সুস্বাদুতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার ইচ্ছামতো দাম হাঁকাচ্ছে, যার কারণে ইলিশ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যেহেতু ইলিশ দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় ধরা পড়ে, তাই শুধু চাঁদপুরে দাম নির্ধারণ করলে তা ফলপ্রসূ হবে না। ইলিশ আহরণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের ওপর ভিত্তি করে এর মূল্য নির্ধারণ প্রয়োজন, যা সিন্ডিকেট ও উচ্চমূল্য নিয়ন্ত্রণ করবে।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, তাদের প্রস্তাবনার ভিত্তিতেই প্রধান উপদেষ্টা ইলিশের মূল্য নির্ধারণে সম্মতি দিয়েছেন। এটি কার্যকর হলে ইলিশের বাজার মূল্য আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।