ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  • অন্যান্য

১৮০০-এর বেশি দাবানলে পুড়েছে কানাডার বনাঞ্চল

অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ । ৬৫ জন
ছবি : সংগৃহীত

দাবানলে পুড়ছে কানাডা। শুধু এ বছরই ১৮০০-এর বেশি দাবানলে পুড়েছে কানাডার বনাঞ্চল। দেশটির ‘ন্যাশনাল ওয়াইল্ডল্যান্ড ফায়ার সিচুয়েশন’-এর রিপোর্ট বলছে, বছরের প্রথম ৫ মাসেই পুড়ে ছাই হয়েছে ৯৪ লাখ একর বন। বর্তমানে দেশটিতে শত শত দাবানল চলমান রয়েছে। এরমধ্যে ৪৩২টিকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে চিহ্নিত করেছে কানাডা।

এক্সিওসের রিপোর্টে বলা হয়, ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে কানাডার দাবানল পরিস্থিতি। এরমধ্যে সবথেকে খারাপ অবস্থা কুইবেক প্রদেশের। সেখানে মোট ১৩৭টি দাবানল রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃটিশ কলাম্বিয়ায় ৮৩টি, আলবার্টায় ৬৪টি, ওন্টারিওতে ৩১টি এবং নর্দার্ন টেরিটোরিজে ২১টি দাবানল চলমান রয়েছে।

গবেষণায় দেখা গেছে, মূলত জলবায়ু পরিবর্তনই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। এ কারণেই এত ঘনঘন এবং ভয়াবহ আকারে দাবানল দেখা যাচ্ছে। একবার আগুন লেগে গেলে সপ্তাহের পর সপ্তাহ ধরে বন পোড়াতে থাকে দাবানল।

এতে বিপদে পড়েছে মানুষের জীবনও। শত শত মানুষকে দাবানলের আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে।

দাবানলের কারণে আটলান্টিক মহাসাগরের উপরে বিশাল ধোঁয়ার মেঘ সৃষ্টি হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রেও বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। কানাডার দাবানল থামাতে ৬০০ দমকলকর্মী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।