ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

সাকিব-মুশফিক জুটিতে স্বস্তি ফিরে দাপট দেখাচ্ছিল আয়ারল্যান্ডকে

অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ । ৬৬ জন
সাকিব-মুশফিক জুটিতে দাপট

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে চাপ কাটিয়ে সাকিব-মুশফিক জুটিতে স্বস্তি ফিরে দাপট দেখাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৮৭ রানে ফিরে গেলেন সাকিব আল হাসান। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উইকেটরক্ষক লোরকান টাকারের কাছে ক্যাচ দেন তিনি। ৯৪ বলে ১৪টি চারে এই ইনিংস খেলে বিদায় নিয়েছেন। সাকিবের বিদায়ে চতুর্থ উইকেটে ভাঙল ১৫৯ রানে (১৮৮ বল) জুটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফসেঞ্চুরি করে অপরাজিত আছেন মুশফিক।

দ্বিতীয় দিনের শুরুতেই তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হন মুমিনুল হক।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়।

এর আগে গতকাল প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে তাইজুল ইসলামে ঘূর্ণিতে ২১৪ রানে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত শূন্য ও তামিম ইকবাল ২১ রানে বিদায় নেন।