ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

শেরপুরে ৭০০ পিচ ইয়াবা উদ্ধার  মাদক কারবারে জড়িত কথিত সাংবাদিক সহ গ্রেফতার ৩

শেরপুর বগুড়া প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ । ৭৯ জন
ছবি : সংগৃহীত

বগুড়া শেরপুরে মাদক কারবারে জড়িত থাকায় কথিত সাংবাদিক সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় তাদের নিকট থেকে ৭০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮এপ্রিল)  দুপুরে এই তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার উপ-পরিদর্শক এসআই সাচ্চু বিশ্বাস। তিনি বলেন, গতকাল সোমবার (১৭এপ্রিল) বিকালে উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী নামক স্থানে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে-গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয় এবং ক্রেতা সেজে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।।  এসময় তাদের শরীর তল্লাশী করে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কুসুম্বী ইউনিয়নের পোষী গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইমরান হোসনে ওরফে জনি(৩৩),উত্তর আমইন গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান(২৭) ও পোষী গ্রামের মৃত শচীণ চন্দের ছেলে শ্রী সনজিত চন্দ্র সরকার (৩৫)। এর মধ্যে জনি একটি বাসের সুপার ভাইজার। মেহেদী হাসান স্থানীয় একটি আইপি টিভির সাংবাদিক এবং একটি সাংবাদিক সংস্থার সাংবাদিক বলে নিজেকে পরিচয় দিয়ে আসছিলো। এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।