ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  • অন্যান্য

রুশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাশিয়ার

অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ । ৪৮ জন
সংগৃহীত ছবি

রুশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এ আদেশ দেন পুতিন।

ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র দল রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হওয়ার ঘটনার পর এ নির্দেশনা সামনে এলো।

বর্ডার গার্ড দিবসে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) অধীনস্ত সীমান্ত পরিষেবাকে অভিনন্দন বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি বলেন, তাদের কাজ হচ্ছে যুদ্ধাঞ্চলের আশপাশের সীমানা ‘নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত’ করা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রধানত রুশ সীমান্ত অঞ্চলগুলোতে ড্রোন হামলার পাশাপাশি দেশের বেশ গভীরেও ক্রমবর্ধমানভাবে হামলা হয়েছে। এ ছাড়া শনিবার মস্কোর উত্তর-পশ্চিমে একটি তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে।