ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মেসির পায়ে চোট, মার্টিনো বলছেন কিছু হয়নি

স্পোর্টস ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ । ৮৩ জন
মেসির পায়ে চোট

পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে এসে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। লিগ কাপে টানা পাঁচ ম্যাচে পেয়েছেন জালের দেখা। টুর্নামেন্টের সেমিফাইনালের আগেরদিন মেসিকে ঘিরে এলো দুঃসংবাদ। অনুশীলন করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন বিশ্বজয়ী। কোচ টাটা মার্টিনো অবশ্য বলছেন তেমন গুরুতর কিছু হয়নি।

লিগ কাপের সেমিফাইনালে বুধবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে মেসির দল। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচ। ম্যাচে মেসি খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সোমবার অনুশীলন করতে গিয়ে অ্যাঙ্কেল মচকে যায় মেসির। এরপরই শঙ্কা জাগে পরের ম্যাচে খেলা নিয়ে। দলটির ৬০ বর্ষী কোচ এসব শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, মেসির ফিটনেস নিয়ে চিন্তা করার মতো কিছু নেই।

‘চোট যদি গুরুতর হতো, আমি নিশ্চিত দলের মধ্যে এর প্রভাব পড়ত, সবাই চিন্তিত হয়ে যেত। যেহেতু এ নিয়ে তেমন কোনো আলোচনা নেই, ধরেই নেয়া যায় কিছু হয়নি।’

২১ জুলাই মিয়ামির হয়ে অভিষেকের পর পাঁচ ম্যাচ খেলে ৮ গোল করেছেন মেসি। ৩৬ বর্ষী মেসির দুর্দান্ত পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলোর মধ্যে হওয়া টুর্নামেন্ট লিগ কাপে দলকে তুলেছেন সেমিফাইনালে।