ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  • অন্যান্য

নিজের জন্মদিনে টসে হেরে ব্যাটিংয়ে ক্যাপ্টেন তামিম

অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ । ৭৪ জন
ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি তামিম ইকবালের দল। রোববার সিলেছে আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আর এদিন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্মদিন। নিজের জন্ম দিনে টস হেরেছে ক্যাপ্টেন তামিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর ২টায়।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে রেকর্ড গড়ে ১৮৩ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করার অভিযানে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বাঁহাতি পেসারের জায়গায় ফিরেছেন হাসান মাহমুদ।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেছিলেন হাসান। ওই ম্যাচে ৭ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকা ডানহাতি পেসার একাদশে ফিরলেন পাঁচ ম্যাচ পর। প্রথম ওয়ানডের আগে ফুটবলের আঘাতে চোখে চোট পাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচেও নেওয়া হয়নি।

সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। লেগ স্পিনিং অলরাউন্ডার গ্যারেথ ডেলানির পরিবর্তনে তারা অভিষেক হচ্ছে ম্যাথু হামফ্রেজের। ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের ৬৬তম ক্রিকেটার ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেজ, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।