ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  • অন্যান্য

দুই দিন কোথায় ছিলেন মাহমুদউল্লাহ?

স্পোর্টস ডেস্ক
আগস্ট ২৪, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ । ৫১ জন
মাহমুদউল্লাহ রিয়াদ

ইনজুরির শঙ্কায় ব্যাকআপ খেলোয়াড়দের প্রস্তুত রাখছে বিসিবি। এশিয়া কাপে যাওয়ার আগে ব্যাকআপ দল থেকে মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব।

গত দুদিন অবশ্য বাকি সাতজন অনুশীলনে এলেও মাহমুদউল্লাহ ছিলেন না। গতকাল বুধবার তিনিও অনুশীলনে ফিরেছেন।

ব্যাকআপ দলের অনুশীলনে মাহমুদউল্লাহর যোগ দিতে দেরি হওয়ায় অনেকেই নেতিবাচক কথা বলেছিলেন। তবে দলের কোচ সোহেল ইসলাম জানালেন, তার পারিবারিক সমস্যা ছিল। তার মা অসুস্থ ছিলেন।

তিনি বলেন, মাহমুদউল্লাহ পরিকল্পনানুযায়ী অনুশীলন করছেন। সামনে যে চ্যালেঞ্জ আসবে, এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সিরিজ, এর পর বিশ্বকাপ। এই তিনটি সিরিজ মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। মাহমুদউল্লাহ রিকভারি করার চেষ্টা করছে। তাকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে সেটিই করছে।

সোহেল বলেন, এই অনুশীলন সাজানো হয়েছে যেন জাতীয় দলে যে গভীরতা থাকে, সেভাবেই যেন অনুশীলন করে এই ক্রিকেটাররা প্রস্তুত থাকতে পারে। ডাক পেলেই যেন জাতীয় দলে যেতে পারে। এখানে দুইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।