ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

তাপমাত্রা আরও বাড়বে

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ । ১২ জন

তাপমাত্রা আরও বাড়বে। সামনে এ ধারাটা অব্যাহত থাকবে। চলতি মাসের মধ্যে ঢালাওভাবে বৃষ্টি বা গরম কমার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার (২৩ এপ্রিল) এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। সেইসঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি কিংবা গরম কমারও কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যেই সোমবার আরও তিন দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সবশেষ বুলেটিনে বলা হয়েছে, ‘দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে  তীব্র ধমৃরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।’

চলতি মৌসুমে গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তীব্র গরমের কারণে স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।