ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি ?

হাসান শাব্বীর
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৩৫ পূর্বাহ্ণ । ৮২ জন
বঙ্গভবন

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের  মেয়াদ  ২৩ এপ্রলি শষে হচ্ছে  এর ৬০   কিংবা  ৯০ দিন  আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন   করতে  হবে । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের   আগে রাষ্ট্রপতি পদে মনোনয়ন আওয়ামী লীগরে জন্য গুরুত্বর্পূণ বিষয় । কারণ    নির্বাচনের  সময়ে রাষ্ট্রপতির  গুরুত্বর্পূণ ভূমকিা থাকে ।

কে হচ্ছনে বঙ্গভবনরে পরর্বতী বাসন্দিা  ? সেটিই  এখন র্সবত্র আলোচনায়। রাষ্ট্রের  সবচেয়ে  বড় পদে রাজনতৈকিভাবে পোড় খাওয়া ও বিশ্বস্ত  কাউকে বেছে  নিতে  চাইবে আওয়ামী লীগ। রাজনীতির অন্দরমহলে রাষ্ট্রপতি পদের  জন্য    বিভিন্ন  ব্যক্তির   নাম আলোচিত হচ্ছে ।  তবে আলাপ-আলোচনা যাই থাকুক না কনে, দিন  শেষে  এ বিষয়ে  চূড়ান্ত সিদ্ধান্ত  নেবেন  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শখে হাসনিা ।এই মুর্হূতে চার-পাঁচটি নাম বেশি  আলোচতি হচ্ছে ।  তাদরে মধ্য থকেে একজনকে শেখ  হাসিনা  রাষ্ট্ররে সবচয়েে বড় পদটতিে মনোনয়ন দেবেন  এমনটাই শোনা যাচ্ছে ।

তৃণমূল থকেে উঠে আসা র্বষীয়ান ও জনপ্রয়ি রাজনীতবিদি মো. আবদুল হামিদ  বাংলাদশেরে একমাত্র রাষ্ট্রপতি,    যিনি  টানা দ্বতিীয় ময়োদে এ পদে দায়ত্বি পালন করছনে। প্রথমে ২০১৩ সালরে ২৪ এপ্রলি দশেরে ২০তম রাষ্ট্রপতি হসিাবে শপথ ননে তিনি   । পাঁচ বছর ময়োদর্পূতরি পর ২০১৮ সালরে ৭ ফব্রেুয়ারি বনিা প্রতদ্বিন্দ্বতিায় দশেরে ২১তম রাষ্ট্রপতি নর্বিাচতি হন।

সংবধিান অনুযায়ী তৃতীয় ময়োদে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ নইে। এ প্রসঙ্গে সংবধিানরে ৫০ অনুচ্ছদেে বলা হয়েছে, একজন রাষ্ট্রপতি র্কাযভার গ্রহণরে তারখি থকেে পাঁচ বছর ময়োদে দায়ত্বি পালন করবনে। সংবধিানরে ৫০(৩) অনুচ্ছদেে বলা হয়েছে,  ‘একাধক্রিমে হোক বা না হোক, দুই ময়োদরে অধকি রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধষ্ঠিতি থাকতে পারবনে না।’

ফলে মো. আবদুল হামদিরে রাষ্ট্রপতি হসিাবে চলতি ময়োদই শষে,আর রাষ্ট্রপতি নর্বিাচন সর্ম্পকে সংবধিানরে ১২৩ অনুচ্ছদেে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি পদরে ময়োদ অবসানরে কারণে উক্ত পদ শূন্য হইলে অথবা ময়োদ শষে হইলে ময়োদ সমাপ্তরি তারখিরে র্পূবর্বতী ৯০ থকেে ৬০ দনিরে মধ্যে শূন্যপদ পূরণরে জন্য নর্বিাচন অনুষ্ঠতি হইব।’সংবধিানরে এই নর্দিশেনা অনুযায়ী র্বতমান রাষ্ট্রপতরি ময়োদ ২৩ এপ্রলি শষে হচ্ছ।ে এর আগইে নতুন রাষ্ট্রপতি নর্বিাচনরে প্রাক-প্রস্তুতি শুরু করছেে সরকারি দল।

জাতীয় সংসদে একক সংখ্যাগরষ্ঠিতা থাকায় আওয়ামী লীগ যাকে মনোনয়ন দবেে তনিইি হবনে রাষ্ট্রপতি ।  আওয়ামী লীগ মনে করছে , আবদুল হামদি যভোবে বিত দুটি নর্বিাচনে গুরুত্বর্পূণ ভূমকিা রখেছেনে এমন একজনকইে এমন পদে আনতে হবে ।
রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগসহ বভিন্নি মহলে সবচয়েে বশেি আলোচনা হচ্ছে জাতীয় সংসদরে র্বতমান স্পকিার ড. শিরীন শারমিন চৌধুরীকে  এর পছেনে যুক্তিও  আছে ।   প্রথমত এর আগে র্বতমান রাষ্ট্রপতি মো. আবদুল হামদি স্পীকার ছিলেন। সেজন্য স্পীকার  থেকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে   এরকম একটি ধারণা অনকেরে মধ্যে কাজ করছে  ।  আবার অনকেইে মনে করছেন  যে , ড. শিরীন শারমিন চৌধুরী ,    প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শখে হাসনিার অত্যন্ত বিশ্বস্ত  এবং আস্থাভাজন।


আবদুল হামিদ  যেমন স্পীকার  হিসাবে  আস্থাভাজন ও র্সবজন গ্রহণযোগ্য ছলিনে তেমনি  শিরীন শারমনিরেও গ্রহণযোগ্যতা রয়ছে । এ কারণে তাকে আবদুল হামিদের বিকল্প হসিবে ববিচেনা করতে পারনে শখে হাসনিা।এছাড়া শখে হাসনিা তার চার মেয়াদের  শাসনামলে নারীর ক্ষমতায়নসহ বভিন্নি গুরুত্বর্পূণ পদে নারীকে অধষ্ঠিতি করছেনে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নত্রেী, স্পিকার , সংসদ উপনতো পদগুলোতে নারীরা রয়ছেনে। এরই ধারাবাহকিতায় রাষ্ট্রপতি পদওে প্রথমবাররে মতো কোনো নারীকে  দেখা  যেতে পারে ।

সম্ভাব্য রাষ্ট্রপতরি এই আলোচনায় আরও বশে কয়কেজনরে নাম রাজনীতরি অন্দর মহলে আলোচতি হচ্ছে ।     তাদরে মধ্যে রয়ছেনে র্বষীয়ান রাজনীতবিদি ও আওয়ামী লীগরে উপদষ্টো পরষিদরে সদস্য আমির  হোসনে আমু, সভাপতমিণ্ডলীর সদস্য বগেম মতয়িা চৌধুরী এবং প্রধানমন্ত্রীর র্অথনীতবিষিয়ক উপদষ্টো ড. মসউির রহমান।

বেগম মতিয়া  চৌধুরীকে জাতীয় সংসদরে উপনতো হসিাবে দখো যতেে পারে চলতি অধবিশেনে   তেমন ইঙ্গতিই পাওয়া যাচ্ছ।প্রবীণ রাজনীতকি আমির হোসনে আমুকে শেষ জীবনে শেখ  হাসিনা  আবারও মূল্যায়ন করবনে এমন কথাও শোনা যাচ্ছে ।  এদকিে মুক্তযিুদ্ধমন্ত্রী মোজাম্মলে হকরে নামও রাষ্ট্রপতি পদে র্দীঘদনি ধরে আলোচনায় রয়ছে   । তাদের  মধ্য থকেে একজনকে রাষ্ট্রপতি করা হতে পারে ।

আইনমন্ত্রী অ্যাডভোকটে আনসিুল হক বলছেনে   নির্ধারিত  সময়েই   রাষ্ট্রপতি     নির্বাচন  হবে  ।  আর সংবিধানও  সংশোধন করা হবনো ৷ ফলে আবদুল হামদিরে পর নতুন রাষ্ট্রপতি পদর্প্রাথী খুঁজছে আওয়ামী লীগ৷ এরইমধ্যে নানা সূত্ররে বরাত দয়িে সম্ভাব্য বশে কয়কেজনরে নাম আলোচনায় থাকার কথা বলা হচ্ছে  ।  তাদরে মধ্যে জাতীয় সংসদরে স্পকিার ড. শিরীন শারমিন চৌধুরী , বেগম মতিয়া  চৌধুরী , তোফায়লে আহমদে, আমির  হোসনে আমু  সহ আরো অনকেরে নাম শোনা যাচ্আছে  ।

২০১৩ সালরে ২৪ এপ্রলি আবদুল হামদি রাষ্ট্রপতি হসিবেে প্রথম দায়ত্বি গ্রহণ করনে ৷ এরপর ২০১৮ সালরে ২৪ এপ্রলি দ্বিতীয়  মেয়াদে রাষ্ট্রপতি হসিবেে দায়ত্বি গ্রহণ করনে তিনি   আবদুল হামিদ  রাষ্ট্রপতি হওয়ার আগে সাতবার সংসদ সদস্য নর্বিাচতি হন এবং স্পিকার  হিসাবে  দুই বার দায়ত্বি পালন করনে ৷  তিনি   একমাত্র ব্যক্তি যিনি  টানা দুই ময়োদে রাষ্ট্রপতি হসিবেে দায়ত্বি পালন করছনে ৷