ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  • অন্যান্য

এবার টাইগারদের হোয়াইটওয়াশ করতে চায় আফগানরা

অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ । ৫৭ জন

বাংলাদেশের বিপক্ষে টানা দুই জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। টাইগারদের এবার হোয়াইটওয়াশ করতে চায় সফরকারীরা। এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট।

ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলেছে আফগানিস্তান। সেই ম্যাচে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল আফগানরা। সাদা পোশাকের ম্যাচ খেলেই বাংলাদেশের সামর্থ্যের আঁচ পেয়েছিল আফগানিস্তান। কোচ জোনাথন ট্রটের ভাষ্য, টেস্ট হেরে আফগানরা বুঝতে পেরেছিল যে, টাইগারদের হারাতে সর্বোচ্চ পর্যায়ের
খেলতে হবে। ট্রট বলেন, ‘টেস্ট হারের হতাশা নিয়ে আবার বাংলাদেশে পা রাখি আমরা। দল হিসেবে আমরা শিখেছি। আমরা উপলব্ধি করেছি যে, খেলার সবগুলো বিভাগে বাংলাদেশ কতটা উন্নতি করেছে। তাদের মোকাবিলায় তাই নিজেদের সেরাটা দিয়েই খেলতে হতো।

আর আমরা সেটা পেরেছি।’বাংলাদেশকে প্রথমবারের মতো সিরিজ হারিয়ে খুশিতে আত্মহারা হতে নারাজ আফগানিস্তান কোচ ট্রট। তার মতে, দলের উন্নতির জন্য ধারাবাহিক সাফল্যের বিকল্প নেই। ট্রট বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। (হারলে) আমরা এমনিতে খুব বেশি ভেঙে পড়ি না। (সাফল্য পেলে) খুব বেশি উত্তেজিতও হই না। এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে তাকিয়ে উন্নতি করতে চাইলে এখানেই আমরা তৃপ্ত হতে পারি না। জয়ের ধারা অব্যাহত রাখতে হবে আমাদের। একটা সিরিজ জিতেই আরাম করা যাবে না। আমাদের সামনে তাই চ্যালেঞ্জ হলো আজকের মতো পারফরম্যান্স ধরে রাখা।’

২০১৪ সালের নভেম্বরের পর থেকে বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ জয়ী দ্বিতীয় দল আফগানিস্তান। অন্য দল ইংল্যান্ড। টাইগারদের হোয়াইটওয়াশ করার প্রত্যয় ব্যক্ত করে আফগান কোচ জোনাথন ট্রট বলেন, ‘বাংলাদেশ ভালো দল। ঘরের মাঠে তারা সিরিজ হারেনি কত বছর? ৮ বছর… ওহ, ইংল্যান্ডের সঙ্গে একটি মিল থাকা দারুণ ব্যাপার (হাসি)… এটা ভালো। আশা করি, তৃতীয় ম্যাচটিও আমাদের ভালো যাবে এবং ৩-০ করতে পারব।’

২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হারের পর দেশের মাটিতে ওয়ানডেতে ধবলধোলাইয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। আগামী ১১ই জুলাই দুপুর ২টায় চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে লজ্জা এড়ানোর লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।