ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি:সৌম্য

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ । ৩৪ জন
সৌম্য সরকার

ঘরোয়া ক্রিকেটে আহামরি কিছু না করেও বাংলাদেশ জাতীয় দলে ফিরেছিলেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য হওয়ায় সুবাদে তেমন কিছু না করেই ফিরেছেন—এমন প্রশ্নও উঠেছিল। ফেরার পর টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তীব্র সমালোচনাও হয়েছে। আগের ম্যাচে তো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং-ফিল্ডিংয়েও দলকে ডুবিয়েছেন। তবু সৌম্য সরকারের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।

নেলসনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সেই আস্থার প্রতিদান দিলেন ১৫১ বলে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে, যা তাঁর ক্যারিয়ার–সেরা। যদিও ২২ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটা বৃথা গেছে। বাংলাদেশের দেওয়া ২৯২ রানের লক্ষ্য ২২ বল আর ৭ উইকেট বাকি রেখে টপকে গেছে নিউজিল্যান্ড। তবে ক্যারিয়ার–সেরা ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতা সৌম্য নিজেকে ফিরে পাওয়ার একটা বার্তা ঠিকই দিয়ে রেখেছেন।