ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  • অন্যান্য

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াই টাইগারদের

অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ । ৫৪ জন
আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের বাঁচা-মরার লড়াই

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে টস জিতলো তামিম ইকবালের পরিবর্তে বাংলাদেশের নেতৃত্বভার পাওয়া লিটন দাস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের খন্ডকালীন অধিনায়ক। বাংলাদেশের একাদশেও আজ এসেছে দুই পরিবর্তন। অবসর ভেঙে বিশ্রামে থাকা অধিনায়ক তামিমের জায়গায় দলে এসেছে নাঈম শেখ আর পেসার তাসকিন আহমেদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক লিটন দাস।

আফগানদের বিপক্ষে সিইরজের প্রথম ম্যাচে হতাশাজনকভাবে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। সেই হারের পর আরও বড় ধাক্কা হয়ে আসে অকস্মাৎ তামিম ইকবালের অবসর। অবশ্য শঙ্কার কালো মেঘ কাটিয়ে একদিন পরই অবসর ভেঙে ক্রিকেটে ফিরবেন বলে জানিয়েছেন তামিম। তবে এই সিইরজে আর মাঠে নামছেন না তিনি, দেড় মাসের ছুটি শেষে একবারে এশিয়া কাপে মাঠের ক্রিকেটে ফিরবেন তামিম।

তামিম না থাকায় সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন লিটন দাস।আফগানদের বিপক্ষে সিইরজ বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই লিটনের দলের সামনে। আজ দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।

এদিকে, প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আজ মাঠে নামছে আফগানিস্তান। একাদশেও আসেনিন কোনো পরিবর্তন। আজ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় আফগানরা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লা জাদরান, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, সেলিম সাফি, আজমতউল্লাহ ওমরজাই ও ফজল হক ফারুকি।