ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আজ নতুন শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ । ৬৬ জন
বাংলাদেশ নারী ফুটবল দল

সাফ চ্যাম্পিয়নশিপ জেতার নয় মাস পর মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই সময়ে চারটি ম্যাচ খেলেছে নেপাল প্রমীলারা। আজ যারা সাবিনাদের প্রতিপক্ষ। হিমালয় কন্যাদের দলে ফিরেছেন ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি। অন্যদিকে স্বাগতিক দলে নেই কোচ গোলাম রব্বানী। ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও ডিফেন্ডার আঁখি খাতুনও দলে নেই। প্রধান কোচ মাহবুবুর রহমান। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু সাফে শিরোপা জেতে বাংলাদেশ। নেপালের লক্ষ্য সেই হারের প্রতিশোধ। দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবেন সাবিনারা।

অধিনায়ক সাবিনা খাতুনের কথায়, ‘একজন পেশাদার ফুটবলারকে এটা মেনে নিতেই হবে। কোচ বদলেছে, আমাদের খেলা বদলায়নি। জেতার জন্যই মাঠে নামব।’ একই কথা কোচ মাহবুবুর রহমানেরও, ‘গোলাম রব্বানী ভাই হয়তো নেই; কিন্তু উনার দর্শন আছে আমাদের সঙ্গে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য নুরুল ইসলাম নুরু বলেন, ‘এই দল নিয়েই নেপালের বিপক্ষে আমরা লড়াই করব। মেয়েরা যেন সাফের মতো সেরাটা খেলতে পারে।’ এবার মেয়েদের দলে নেই টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। থাকছেন না ফিটনেস কোচ ইভান রাজলকও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেনদরবারে তারা সফল হননি বলে থাকছেন না, এমনটাই জানা গেছে বাফুফে সূত্রে।