জীবননগরে ৬মাসের সাজাপ্রাপ্ত এক বছর পলাতক আসামি ফরজকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩ ফেব্রয়ারি ভোরের দিকে উপজেলার শাখারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মসলেম মন্ডলের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে ৬মাসের কারাদন্ডে দন্ডিত এবং ১হাজার অর্থদন্ড কারাদণ্ডে দন্ডিত সাজা পরোয়ানা ভুক্ত এক বছর পলাতক আসামী ফরজ আলীকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২ দিকে চীফ জুডিশিয়াল ম্যাাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে।