নেত্রকোনার কেন্দুয়ায় হাঁসবোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুড়ে যাওয়া পিকআপটির মালিক ওই উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর আহমেদ বলেন, আমার পিকআপের চালক সুনু মিয়া কয়েকজনকে চিনতে পেরেছেন। ওরা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। চালক তাদের বলেন- গাড়িটা কেন্দুয়ার আপনারা পুড়বেন না। তবুও পিকেটাররা ড্রাইভারের কথা শোনেনি। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।