ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

সুপার ফোরে ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ । ৮৮ জন

হাইব্রিড মডেলে অনুষ্ঠিত চলমান এশিয়া কাপের পাকিস্তান পর্ব শেষ হয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচ দিয়ে। সুপার ফোরের বাকি ম্যাচগুলো হবে শ্রীলংকার কলম্বোয়। শিরোপা নির্ধারণী ম্যাচও কলম্বোতেই অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে দ্বিতীয় সুপার ফোর ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। বুধবার লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটের জয় নিবন্ধনকারী একই একাদশের সঙ্গে গ্রিনের মেনদের যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান শেষ খেলায় ফাহিম আশরাফের সঙ্গে মোহাম্মদ নওয়াজকে প্রতিস্থাপন করেছিল।  এবারও ঠিক একই রকম হতে পারে। তবে মোহাম্মদ নওয়াজ ভারতের বিরুদ্ধে আগের গ্রুপ এ ম্যাচে তার বোলিং নিয়ে লড়াই করেছিলেন, যা আসন্ন খেলা থেকে তার প্রত্যাশিত অনুপস্থিতিতে অবদান রাখতে পারে।

তবে বৃষ্টির কারণে পাকিস্তান চার পেসার নিয়ে যেতে পারে, ফাহিম পাকিস্তানের পেস ত্রয়ী শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের সহায়ক ভূমিকা পালন করছেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।