ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  • অন্যান্য

সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান!

অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ । ১৮ জন

সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান! অভিনেতার এক মন্তব্যে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো (‘চ্যাপ্টার ২’) এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এই পর্বে তার অতিথি আমির। প্রোমোতে দেখা যাচ্ছে একাধিক বিষয় নিয়ে রিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমির। একই সঙ্গে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন। আমির বলেন, ‘আমাকে এ বার ছবি থেকে সরতে হবে।’ আমিরের মন্তব্য শুনে রিয়া বলেন, ‘মিথ্যে কথা।’ কিন্তু আমির তখনও তার মন্তব্য থেকে সরতে নারাজ। তার কথায়, ‘আমি সত্যি বলছি।’ আমিরের মন্তব্য ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। এক সময়ের ব্লকবাস্টার হিট ছবি মানেই নাম উঠে আসত আমির খানের। কিন্তু এখন ভাগ্য সহায় হচ্ছে না মিস্টার পারফেকশনিস্টের। দিন কয়েক আগে বাবার অবসর থেকে শুরু করে প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়েও বড় ইঙ্গিত দিয়েছিলেন আমির পুত্র জুনেইদ খান।