খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে বিএনপি। আগামীকাল শুক্রবার ঢাকায় দুটি সমাবেশ করবে দলটি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বেলা ৩ টায় যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস।
বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদ লিটন।
দুটি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন। এদিকে বিএনপির সমমনা দলগুলো পৃথক সমাবেশ করবে। ১২ দলীয় জোট বিকাল ৪ টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ৩ টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, এলডিপি বেলা ৩ টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে, গণঅধিকার পরিষদ বেলা ৩ টায় উত্তর বাড্ডা ওভার ব্রীজ সংলগ্ন সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে। গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।