ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  • অন্যান্য

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা – এস এম কামাল

স্টাফ রিপোর্টার
জুলাই ২২, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ । ৯৯ জন
এস এম কামাল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, আমরা কোন তত্ত্বাবধায় বুঝি না। দেশের স্থিতিশীল আর দেশের উন্নয়নের জন্য আমরা বুঝি শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আগামীর নির্বাচন শেখ হাসিনা সরকারের অধিনেই হবে। শনিবার দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের শহীদ খোকন পার্কে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রায় বগুড়ায় পুলিশের সাথে সংঘর্ষে আইনশৃংখলা বাহিনী ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত হওয়া প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করা হয়। এস এম কামাল বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে যেন আর কোন হামলা করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এবার যদি কোনো সাধারণ মানুষ বা গাড়ীতে যদি হামলা করা হয় তাহলে বিএনপি’র বাড়ি বাড়ি হামলা করা হবে। আন্দোলনের নামে যদি আরও কোন মেয়ে আহত হয়, তাহলে সেই হামলাকারীর হাত ভেঙে দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’ বিএনপির বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘তারেক জিয়া খুনী এবং দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। মির্জা ফখরুল যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্র জিয়াউর রহমান হত্যা করেছিলেন। এখন লন্ডনে বসে তারেক জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। সেই মিথ্যাচারের ফলাফলই হচ্ছে বগুড়ায় পুলিশের উপর হামলা। আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ।’ বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক প্রমুখ।