ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

শিবির নেতা বাকী হত্যার ১০ বছর পর বগুড়ায়  মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক:
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ । ১৯ জন

 

বগুড়ায় ছাত্র শিবিরের সাবেক নেতা আব্দুল বাকী হত্যার ১০ বছর পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৫০ জনকে আসামী করা হয়েছে।

বুধবার বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত আব্দুল বাকীর বাবা ইয়াকুব আল

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  সাইহান ওলিউল্লাহ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

মামলায়  ছাত্রলীগ নেতা বেনজির আহম্মেদ, মাশরাফি হিরো, আল রাজী জুয়েল,আতাউর রহমান আতা,নাঈমুর রাজ্জাক তিতাস, অসিম কুমার, সজীব সাহা, যুবলীগ নেতা শুভাশিষ পোদ্দার লিটন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,আওয়ামীলীগ নেতা সাগর কুমার রায়সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালের ২১ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের অফিসের সামনে আব্দুল বাকীকে কুপিয়ে হত্যা করা হয়। আব্দুল বাকী শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন

মামলার বাদী ইয়াকুব আলী বলেন, ২০১৪ সালের ২৪ জানুয়ারী আমার ছেলের বিয়ের দিন ধার্য ছিল। ২১ তারিখে ফুল কেনার জন্য সাতমাথা হয়ে  ফুল মার্কেটের দিকে যাওয়ার সময় জেলা আওয়ামীলীগ অফিসের সামনে উল্লেখিত আসামীরা আব্দুল বাকীকে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন এঘটনায় সেই সময় আমি বগুড়া সদর থানায় মামলা দায়ের করি। কিন্তু আসামীরা আওয়ামী লীগ সরকার দলীয় হওয়ার কারনে  আমাকে ভয় ভীতি দেখিয়ে মামলা চালাতে দেয়নি। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকায় আবারো মামলা দায়ের করি।