এবার শহীদ চান্দু স্টেডিয়ামে দাঁড়িয়ে বিসিবি’র সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, একটি চক্র দীর্ঘ দিন যাবত বগুড়াকে উন্নয়ন বঞ্চিত রেখেছে। তারাই শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের নেপথ্যে ভূমিকা রেখেছে। এই চক্রটি চান্দু স্টেডিয়ামে জুয়ার আখড় বানাতে চায়। তারা স্টেডিয়ামে মেলা এবং গুরু, ছাগলের হাট বসাতে চায়। মঙ্গলবার দুপুরে মানববন্ধনে দাঁড়িয়ে হিরো আলম এসব কথা বলেন।
বেলা আপনুমানিক ১২টারয় শহীদ চান্দু স্টেডিয়ামের মূল্য ফুটকের সামনে মানববন্ধন শুরু করেন হিরো আলম। মুহুর্তেও মধ্যে বিপুল সংখ্যক উৎসুক তরুণ তার সাথে যোগ দেয়। এসময় তিনি গণমাধ্যমকে বলেন, বগুড়ায় দীর্ঘ দিন কোন উন্নয়ন হয়নি। দীর্ঘ ১৫ বছর কোন উন্নয়ন আমরা দেখিনি। একটা আন্তর্জাতিক স্টেডিয়াম আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া তেমন কোন উল্লেখযোগ্য ঐতিহ্য নেই আমাদের। সেই স্টেডিয়ামের সব মালামাল, লোকবল ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। হয়ত কোনদিন মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক যন্ত্রপাতিও সরিয়ে নিতে পাওে বলে তিনি আশংকা প্রকাশ করেন। হিরো আলম বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামের প্রতি বিসিবি’র এই অবিচার আমরা মানিনা। অবিলম্বে চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদা ফিরিয়ে দিতে হবে। আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে হবে।
মানববন্ধন শেষে হিরো আলম চান্দু স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেন। তিনি স্টেডিয়ামের করুণ চিত্র দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। সেখানে উপস্থিত জাতীয় দলের একসময়ে তুখোড় বোলার, বগুড়ার কৃতী সন্তান শফিউল ইসলামের সাথে তিনি কথা বলেন। এসময় শফিউল ইসলাম গণমাধ্যমের কাছে তার কষ্টের কথা জানিয়ে জটিলতা কটিয়ে আবারও শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বহাল রাখার জন্য বিসিবি’র প্রতি অনুরোধ জানান।