ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  • অন্যান্য

লিগস কাপ জিতে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ । ৮৫ জন
লিওনেল মেসি

লিওনেল মেসির ফুটবলশৈলীতে লিগস কাপে জিতল ইন্টার মায়ামি। আমেরিকার ঘরোয়া ফুটবলের প্রথম শিরোপা জিতল মায়ামি। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১০ গোল করেছেন আর্জেন্টিনার সুপারস্টার।

মায়ামির হয়ে প্রথম ট্রফি জেতার পর ফুটবল কিংবদন্তি বলেন, চ্যাম্পিয়ন!!! ক্লাব ইতিহাসের প্রথম শিরোপাটি জিততে পেরে খুবই খুশি। সবাই কঠোর পরিশ্রম করেছেন। আর তাতেই এটা সম্ভব হয়েছে। আশা করি এটা সবে শুরু।

নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মায়ামি।