রংপুরে শুরু হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ। আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
এদিকে সমাবেশকে ঘিরে জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়েছে জিলা স্কুলের মাঠ। নেতা-কর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো রংপুর নগরী। বিকেল ৩টায় সভাস্থলে উপস্থিন হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৮টা থেকে খন্ড খন্ড মিছিলে নানা রঙের টিশার্ট ও ক্যাপ পরে নেতা-কর্মীরা আসতে শুরু করেন সভাস্থল নগরীর ঐতিহাসিক রংপুর জিলা স্কুল মাঠে। নগরীর অলিগলি ছেয়েছে ব্যানার-ফেস্টুন আর পোস্টারে।
এদিকে সরকার প্রধানের মহাসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। করা হচ্ছে তল্লাশি।
সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে তারাগঞ্জ ও পীরগঞ্জে সমাবেশে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।