ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  • অন্যান্য

মুঠোফোন চোরের সঙ্গে প্রেম, তারপর বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৭, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ । ৪২ জন
সংগৃহীত:ছবি

প্রত্যেকের জীবনে ‘বিশেষ’ কারও সঙ্গে প্রথম সাক্ষাতের ঘটনা স্মরণীয় হয়ে থাকে। সেই সাক্ষাতের মুহূর্ত বহুদিন স্মৃতির আঙিনায় রয়ে যায়। প্রথম দেখা, একে অন্যের দিকে চেয়ে থাকা, ধীরে ধীরে প্রেম—কতভাবেই না প্রিয় মানুষটির সঙ্গে স্মৃতি থাকে। তবে এ গল্প অন্য রকম এক প্রথম দেখার।

ব্রাজিলের রাস্তায় আপন মনে হাঁটছিলেন তরুণী এমানুয়েলা। হাতে ছিল মুঠোফোন, কাঁধে ঝোলানো ব্যাগ। অতর্কিতে এক ব্যক্তি ছোঁ মেরে তাঁর হাতের মুঠোফোন কেড়ে নিয়ে যায়। চোখের সামনে চুরি হতে দেখেও অসহায় চোখে তাকিয়ে থাকা ছাড়া সে সময় কিছুই করার ছিল না এমানুয়েলার।

তবে ঘটনার শেষ এখানেই নয়। ঘরে ফেরার পর মুঠোফোনে এমানুয়েলার ছবি দেখে মুগ্ধ হয়ে যান চোর। তাঁর কথায় ‘এমন রূপবতী নারী তো হামেশাই দেখা যায় না।’ এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। ‘রূপবতী’ এমানুয়েলাকে খুঁজতে শুমুঠোফোন চোরের সঙ্গে প্রেম, তারপর বিয়েরু করেন তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি।