ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

মির্জা ফখরুলকে সমাবেশে আমন্ত্রণ জানালেন কৃষক লীগ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ । ২৪ জন

রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল

কৃষক লীগের সভাপতি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কৃষক দলের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছি। এই কৃষক সমাবেশে তাদের বক্তব্যের স্বাধীনতা ও কৃষকের পক্ষে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।

সমীর চন্দ বলেন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন। আগামী কৃষক সমাবেশ এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি।

তিনি আরও বলেন, আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। তা ছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি।